বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে সফরে গিয়েছেন। পত্র-পত্রিকায় এসেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উনার সাক্ষাৎ হতে পারে। এটা খুশির সংবাদ। এ্যানি বলেন, একটা নির্বাচনের প্রত্যাশা করছি। এপ্রিল মাসে ভোট হলে, রোজার মধ্যে আমাদের প্রচারণা আসলে হয় না, তখন পরীক্ষা, তখন ঝড়-তুফান থাকে। আমরা আশা করছিলাম সরকারের কাছে রোজার আগেই ভোটটা হয়ে যাক। এটা বিবেচনার দাবি রাখে, সরকারের চিন্তা করা উচিত। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা সবাই মিলে যেভাবে ঐক্যের জায়গায় এসেছি। যেভাবে সব রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করে একত্রিতভাবে ঐক্য স্থাপন করেছিলাম, সেটা শক্তিশালী হবে। একটা সুদৃঢ় ঐক্য বাংলাদেশ এই মুহূর্তে প্রয়োজন।