কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের তিতাস উপজেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হীরা শনিবার বিকেলে সাতানী ইউনিয়নের চরকুমরীয়া বাজারে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বলেন, স্বতন্ত্র ও জামায়াত কর্মীদের কেন্দ্রের আশপাশে ঢুকতে দেওয়া হবে না। মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ওই অনুষ্ঠানের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় তিন মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়।
ভিডিওতে হীরা বলেন, ১৯৯১ সাল থেকে চরকুমরীয়া কেন্দ্র বিএনপির বিজয়ের কেন্দ্র এবং আগামী ১২ জানুয়ারি এখান থেকে বিজয় অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সামসুল হকের প্রস্তাবের সমর্থন জানান এবং বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে প্রশংসা করে তার বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত সেলিম ভূঁইয়া পরে সাংবাদিকদের বলেন, হীরার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, দলের অবস্থান নয়।
এদিকে তিতাসের সাধারণ ভোটাররা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।