Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি জানান, কিছুদিন আগে তার প্রোফাইলটি কপিরাইট অভিযোগের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। হাসনাতের দাবি, ভারতবিরোধী অবস্থান ও পরবর্তী কিছু পোস্টের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি।

হাসনাত জানান, এখন থেকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন, যা আগে মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো। তিনি সমর্থকদের আহ্বান জানান তার পেজটি শেয়ার করে তার বক্তব্য ও সংবাদ ছড়িয়ে দিতে। তার ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থানের কারণে কপিরাইট অভিযোগ এনে তার প্রোফাইলটি বন্ধ করা হয়েছে।

এর আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে রিপোর্টের পর তার ৩০ লাখ ফলোয়ারের ফেসবুক পেজটি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!