রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে বলে নিশ্চিত করেছে পুলিশ। শনিবার ওই বাড়ি ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশ জানায়, ফয়সালের পরিবার বর্তমানে সেখানে বসবাস করে না এবং তারা বহু আগেই সম্পত্তি বিক্রি করে এলাকা ছেড়েছেন। তার বর্তমান ঠিকানা ঢাকার আদাবর এলাকায়, যেখানে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফয়সালের ছবি ও তথ্য ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাউফলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় ঢাকায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।