নারায়ণগঞ্জে স্নানোৎসব পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আমাদের দেশের মিডিয়ার সঙ্গে অনেক বিদেশি মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে, তারা অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায়। আপনারা সত্য সংবাদ দিয়ে সেটাকে কাউন্টার করবেন। এতে করে তাদের মুখে চুনকালি পড়বে। তিনি বলেন, আমাদের যদি কোনো ভুল থাকে সেটা আপনারা প্রকাশ করবেন। কিন্তু কোনো মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তিনি বলেন, অন্যবারের তুলনায় এবার নদীর পানি ভালো রয়েছে। পুণ্যাথীর সংখ্যাও গতবারের তুলনায় অনেক বেশি। লগ্নের সময় অনুযায়ী আপনারা পুণ্যস্নান করে নেবেন। এখানে কোস্ট গার্ড, নৌ পুলিশ, সেনাবাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনসহ সবাই কাজ করছে। এছাড়া বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই উল্লেখ করে এই পুণ্যস্থানটিকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দেন।