পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। একজনের নাম রাকিব, অপরজন অজ্ঞাত। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। জানা গেছে, সেতুর দুই নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহণের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।