গত মাসে ইরানের বিরুদ্ধে ১২ দিনব্যাপী বিমান অভিযান চালানোর সময় ইসরাইলি বিমানগুলো ফেরার পথে অব্যবহৃত বোমাগুলো গাজায় ফেলে দিয়েছে, যা নিয়মিত প্রোটোকল হিসেবে গড়ে উঠেছে। গাজার ওপর এই বোমা বর্ষণে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন, গত ২১ মাসে মোট ৫৭,১৩০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি সমঝোতার আশার কথা জানিয়েছে, তবে হামাস পুরো নিশ্চয়তা চায় যুদ্ধের অবসান নিশ্চিত করতে।