Web Analytics

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে জানান, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং বন্দরের পার্কিং লটে থাকা ট্রাকগুলোতে আগুন ধরে যায়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ওডেসা ইউক্রেনের অন্যতম প্রধান বন্দরশহর, যেখান থেকে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শস্য ও অন্যান্য পণ্য রপ্তানি হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ওডেসা ও এর বন্দরগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে বিমান হামলা আরও তীব্র হয়েছে।

এই হামলা ইউক্রেনের রপ্তানি অবকাঠামো ও কৃষ্ণসাগরীয় বাণিজ্যপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা বৈশ্বিক খাদ্য সরবরাহে প্রভাব ফেলতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!