ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ইতালি। নিজেদের দেশে একটি প্রাকৃতিক পিচও না থাকা সত্ত্বেও ইউরোপের এই দলটি বৈশ্বিক মঞ্চে সেরাটা দেওয়ার স্বপ্ন দেখছে। যোগ্যতা অর্জন পর্বে সহজেই উত্তীর্ণ হয়ে তারা এখন র্যাংকিংয়ে ২৮তম অবস্থানে থেকেও বিশ্বকাপে নিজেদের অবস্থান তৈরি করতে চায়, ফুটবলপ্রধান দেশটির জন্য এটি এক নতুন অধ্যায়।
ইতালির দলে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া অলরাউন্ডার হ্যারি মানেন্তি ইতালির হয়ে খেলার গর্ব প্রকাশ করেছেন। যোগ্যতা পর্বে দলকে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জো বার্নস, তবে চুক্তি জটিলতায় তাকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছে ওয়েইন ম্যাডসেনকে। দলে রয়েছেন এমিলিও গে, জাসপ্রিত সিং ও সৈয়দ নাকভির মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
দলের কোচ জন ডেভিসন, যিনি একসময় দ্রুততম বিশ্বকাপ সেঞ্চুরির রেকর্ডধারী ছিলেন, বলেছেন যে ইতালির দলটি যেন একটি ফ্র্যাঞ্চাইজি দলের মতো বৈচিত্র্যময় হলেও জাতীয় দলের প্রতি তাদের ভালোবাসা গভীর।