Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক কিশোরসহ দুই ফিলিস্তিনি নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘটনাগুলো জেনিনের দক্ষিণ-পশ্চিমের কাবাতিয়া ও পশ্চিমের সিলাহ আল-হারিথিয়া শহরে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বাহিনী পুরো এলাকায় অভিযান চালায় এবং নিহত কিশোরের মরদেহ আটকে রেখেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, তুলকারেমের নূর শামস শরণার্থী শিবির ও জেরুজালেমের উত্তরে আল-রাম শহরের কাছে আরও দুই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২১ হাজার জনকে আটক করা হয়েছে। গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে।

সাম্প্রতিক এই সহিংসতা পশ্চিম তীরের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে, চলমান সামরিক অভিযান মানবিক সংকটকে আরও গভীর করতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!