মিয়ানমারের সামরিক জান্তা তিন ধাপে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যার শেষ ধাপ অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি। রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল নিউলাইট অব মিয়ানমারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোট হবে ২৮ ডিসেম্বর ও ১১ জানুয়ারি, আর তৃতীয় ধাপে ৬৩টি টাউনশিপে ভোট হবে। জান্তা প্রধান মিন অং হ্লাইং স্বীকার করেছেন, সারা দেশে ভোট আয়োজন সম্ভব নয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর এটি প্রথম নির্বাচন হতে যাচ্ছে, যদিও ভোট গণনা ও ফল ঘোষণার তারিখ এখনো নির্ধারিত হয়নি।
জান্তা আশা করছে, এই নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতা বৈধতা পাবে এবং আন্তর্জাতিক ভাবমূর্তি পুনরুদ্ধার হবে। তবে বিশ্লেষকদের মতে, চলমান গৃহযুদ্ধ ও রাজনৈতিক দমন-পীড়নের মধ্যে এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম। সাবেক নেতারা কারাগারে, প্রধান রাজনৈতিক দল ভেঙে দেওয়া হয়েছে এবং দেশের প্রায় এক-তৃতীয়াংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘ এই ভোটকে প্রহসন বলে উড়িয়ে দিয়েছে, তবে চীন এটিকে স্থিতিশীলতার পথে ফেরার সুযোগ হিসেবে দেখছে। সংঘাত পর্যবেক্ষক সংস্থা অ্যাকলেড জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর সামরিক বিমান ও ড্রোন হামলা ৩০ শতাংশ বেড়েছে এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।