Web Analytics

প্রায় আট মাস পর বরগুনার তালতলীর আশারচর ও নিদ্রারচরসহ উপকূলের শুঁটকিপল্লীগুলোতে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। হাজারো জেলে, ব্যবসায়ী ও শ্রমিক এখন ব্যস্ত প্রাকৃতিক ও বিষমুক্ত উপায়ে মাছ শুকানোর কাজে। এখানকার শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে, কিছু বিদেশেও রপ্তানি হয়। তবে যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও পয়ঃনিষ্কাশনের দুরবস্থা এই সম্ভাবনাময় শিল্পের অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য সাগরের পানি দূষিত করছে, ফলে মাছের উৎপাদন কমে যাচ্ছে। এতে শুঁটকি শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা সরকারিভাবে রপ্তানির সুযোগ ও স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা ও প্রশাসন জানিয়েছে, শুঁটকি শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কয়েক হাজার মানুষের জীবিকা নির্ভর এই শিল্পটি টেকসইভাবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা ও সরকারি সহায়তা এখন সময়ের দাবি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!