বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় নতুন এমপিও (মাসিক বেতন আদেশ) নীতিমালায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। নীতিমালা অনুযায়ী, কোনো বিদ্যালয়ে কোনো ধর্মের শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন বা তার বেশি হলে সেই ধর্মের জন্য একজন ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। রোববার (৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নীতিমালার ১১(২১) ধারায় ধর্ম শিক্ষক নিয়োগের নিয়ম উল্লেখ করা হয়েছে, আর ১১.১৯ ধারায় বলা হয়েছে, শিক্ষক বা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, শ্রেণি, জিপিএ বা সমমান গ্রহণযোগ্য হবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই নীতিমালা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও মানসম্মত করতে সহায়তা করবে। এর ফলে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে সমতা ও স্পষ্টতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।