Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির তারিখ ১৮ জানুয়ারি নির্ধারণ করেছে। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত এই দুই নেতা হলেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এই তারিখ নির্ধারণ করে।

একই মামলায় আরও পাঁচজন আসামি রয়েছেন—নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। গত ১৮ ডিসেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়। প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও গাজী তামীম শুনানিতে পৃথকভাবে অভিযোগ পাঠ করেন, যেখানে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নির্দেশ, প্ররোচনা ও উসকানির তিনটি অভিযোগ আনা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!