বিএনপির বিরুদ্ধে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গুলশানে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচনে তিনি বলেন, বিএনপিকে সহজে উড়িয়ে দেওয়া যাবে না। তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করে ফখরুল বলেন, তিনি অসাধারণভাবে দলকে সংগঠিত করছেন। তিনি আরও বলেন, ছাত্র ও যুবসমাজকে দলীয় রাজনীতিতে যুক্ত করতে হবে। তারেক রহমান তার মায়ের মতো মাথা নত না করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।