মাদারীপুরের কালকিনিতে পুলিশের হাতে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক মাদক কারবারিকে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। এই ঘটনার পর পুলিশ হাতকড়া উদ্ধার করতে সক্ষম হলেও আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি। আটক হওয়া ব্যক্তিরা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও মো. আল আমিন সরদার। ছিনিয়ে নেওয়ার সময় পাঁচজন পুলিশ আহত হয়েছে। থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে।