Web Analytics

বাংলাদেশের পঞ্চগড়ে নিহত গৃহবধূ আমিনা আক্তার রত্নার বাবা-মা সংবাদ সম্মেলন করে মেয়ের হত্যার বিচার দাবি করেছেন। আলোয়াখোয়া ইউনিয়নের অসহায় দম্পতি আমির উদ্দিন ও নারগিস আক্তার অভিযোগ করেন, বিয়ের দুই বছরের মাথায় তাদের মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। গত ২২ নভেম্বর রাতে রত্নাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন শ্বশুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

তবে নিহতের পরিবার জানায়, রত্নার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং বিষের কোনো আলামত পাওয়া যায়নি। আপোষের প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা দায়ের করেন। আমির উদ্দিন অভিযোগ করেন, আসামিপক্ষ এখন ময়নাতদন্তের প্রতিবেদন বদলানোর জন্য টাকার প্রলোভন ও হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে নিহতের মা, চাচা, বোনসহ এলাকাবাসী উপস্থিত থেকে নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!