ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতভর রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে এসব হামলায় দেশের জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জরুরি ভিত্তিতে বিদ্যুৎ আমদানির নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় মস্কো নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সুমি, খারকিভ, ডিনিপ্রো, জাপোরিঝিয়া, খমেলনিটস্কি ও ওডেসা অঞ্চলে ২০০টিরও বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, প্রচণ্ড শীতের মধ্যে ইউক্রেনকে চাপে ফেলতেই রাশিয়া পরিকল্পিতভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থার ওপর আঘাত হানছে। শনিবারও খারকিভ ও সুমি অঞ্চলে রুশ হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যা বিদ্যুৎ ও তাপ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় শীতকালে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে। সিএনএনের বরাতে বলা হয়েছে, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ধারাবাহিক হামলা যুদ্ধের নতুন মাত্রা যোগ করছে।