জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ফেনীতে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সাবেক নেতা নুর আলম সোহাগ, এনসিপি নেতাদের প্রকাশ্যে ক্ষমা না চাইলে সোমবারের সমাবেশে বাধা দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জেলা যুবদলের এক নেতা ত্রাণ তহবিলের অর্থব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও ফেনী জেলা বিএনপি জানিয়েছে, এসব কর্মকাণ্ডে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং উস্কানিদাতাদের বিরুদ্ধে শাস্তির দাবিও জানানো হয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বিতর্ক এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।