বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। যার মাধ্যমে দেশ গড়ার লক্ষ্য নিয়ে আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ সংস্কারের প্রথম নায়ক। তারই সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘুণেধরা দেশকে আবারও সংস্কার করার জন্য ৩১ দফা দিয়েছেন। এটা বাস্তবায়ন হলেই আর কোনো ধরনের সংস্কারের প্রয়োজন নেই। এজন্য সংস্কারের কথা বলে অগণতান্ত্রিক পদ্ধতি জিইয়ে রাখার কোনো প্রয়োজন নেই।