ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা তেরো দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি চলছে। নগর ভবনে বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সরেজমিনে দেখা যায়, নগর ভবনের ফটকগুলোয় এখনো তালা ঝুলছে। ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসী’র ব্যানারে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়েছেন।