জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যায় না। শনিবার (১০ জানুয়ারি) দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে তিনি দেবিদ্বারের জনগণকে আহ্বান জানান, অতীতে যারা দুর্নীতি, ঋণ খেলাপি বা বিভিন্ন মামলায় জড়িত ছিলেন, তাদের সমর্থন না দিতে। তিনি বলেন, যারা কেন্দ্র দখল বা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, তারা সফল হবে না এবং জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। এর আগে তিনি নবীপুর বাজার, এগারোগ্রাম, মুকসাইর, যুক্তগ্রাম ও পৈরাংকুলসহ বিভিন্ন এলাকায় পদযাত্রায় অংশ নেন, যেখানে স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচি দেবিদ্বারে আসন্ন নির্বাচনের আগে এনসিপির প্রচারণার অংশ হিসেবে দুর্নীতিবিরোধী ও সুষ্ঠু ভোটের বার্তা তুলে ধরে।