Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রচারণা তুঙ্গে উঠেছে। বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার রাতে ভবানীগঞ্জে এক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াতের ঢাকা উত্তর সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম স্থানীয় এক কার্যালয়ে চা চক্রে মিলিত হন। তাদের এই সাক্ষাতের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে এ্যানি বলেন, এটি ফ্যাসিস্টের নয়, গণতন্ত্রের লড়াই। যদিও প্রচারণায় দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে কটূ মন্তব্য করছেন, তবে সচেতন মহল এই চা চক্রকে রাজনৈতিক সৌন্দর্যের উদাহরণ হিসেবে দেখছেন। সমর্থকদের মধ্যে সামাজিক মাধ্যমে সমালোচনা থাকলেও অনেকেই এই সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।