ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনার জন্য রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন। গাজার যুদ্ধ বন্ধে চুক্তির আশাবাদ ব্যক্ত করলেও নেতানিয়াহু সাফ জানিয়েছেন, হামাস গাজায় ক্ষমতায় থাকবে এমন কোনো চুক্তিতে ইসরায়েল রাজি হবে না। এ দখলদার বলেছেন, কিডন্যাপার ও হত্যাকারীদের উৎসাহিত করে এমন কিছু ঘটতে দেওয়া হবে না—হামাসকে সামরিকভাবে নির্মূল করতে হবে। নেতানিয়াহু আরও দাবি করেন, ইসরায়েল এমন কিছু দেশের সঙ্গে শান্তিচুক্তি করতে যাচ্ছে, যা কেউ কল্পনাও করেনি।