Web Analytics

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। ঢাকা মহানগর শিবির আয়োজিত এই মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগের দিকে যায়। এতে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদসহ নেতারা নেতৃত্ব দেন। তারা নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানান।

এর আগে সকালে পুরানা পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, রাজনৈতিক বা আদালতের মাধ্যমে নির্বাচন বানচালের কোনো প্রচেষ্টা ছাত্রসমাজ মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, এমন হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। অন্যদিকে বিএনপিপন্থি শিক্ষকরা নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকার ঘোষণা দেন, অভিযোগ এড়াতে অন্য শিক্ষকদেরও একই আহ্বান জানান।

সূত্রমতে, হাইকোর্ট শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে। আগামী ২০ জানুয়ারি ভোটগ্রহণের কথা ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!