স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত জ্বরে দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। পাশাপাশি এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, চলতি বছরের এখন পর্যন্ত একদিনে ডেঙ্গুতে এটিই সর্বোচ্চ মৃত্যু। সবমিলিয়ে চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ বেশি বরিশাল বিভাগে, সেখানে ১ দিনে ১২৪ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।