Web Analytics

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকালে স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা জমে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেলে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

ঘাট সূত্রে জানা যায়, কুয়াশার কারণে নদীতে দিক নির্ণয় কঠিন হয়ে পড়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। শুক্রবার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে এবং দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের কর্মকর্তারা জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে এই রুটে প্রায়ই ফেরি চলাচলে বিঘ্ন ঘটে, যা দক্ষিণাঞ্চলের যাতায়াত ও পণ্য পরিবহনে প্রভাব ফেলে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!