Web Analytics

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমের কিছু অংশের মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রবণতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মানবজমিন পত্রিকা ও এর সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নাম উল্লেখ করে বলেন, তারা সাংবাদিকতার নৈতিকতা উপেক্ষা করছেন। তিনি যুক্তরাজ্যের উদাহরণ টেনে বলেন, সেখানে ট্যাবলয়েড পত্রিকাগুলো মানহানির দায়ে নিয়মিত জরিমানা দেয়, কিন্তু বাংলাদেশে এমন জবাবদিহি নেই। শফিকুল আলম অভিযোগ করেন, অনেক সম্পাদক ‘মিডিয়ার স্বাধীনতা’র আড়ালে ভুল তথ্য প্রকাশের দায় এড়াতে চান। তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকরা অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছেন, তবুও অনেক সময় গণমাধ্যমের অভিযোগ অতিরঞ্জিত হয়। মানবাধিকার সংগঠনগুলোর গবেষণার ঘাটতিও তিনি উল্লেখ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।