Web Analytics

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সংসদ দেশের অমীমাংসিত বিষয়গুলো গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে সমাধান করবে। রাজধানীর কুর্মিটোলায় ‘জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে এবং নির্বাচনের মাধ্যমে দ্রুত একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা জরুরি। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের ত্যাগ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, বক্তব্যটি গ্রহণযোগ্য হলেও মতভেদ থাকতে পারে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক প্রভাব নিয়ে ভিন্নমত প্রকাশ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।