ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় শেখ হাসিনার নাম থাকায় ও চাল বিতরণে অব্যবস্থাপনার কারণে ইউএনও রাজীব চৌধুরী কর্মসূচি উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। দেখা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তায় কালো কালিতে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান। এতে বিরক্ত হয়ে চাল বিতরণ না করেই রাজীব চৌধুরী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। রাজীব চৌধুরী বলেন, চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি সেখান থেকে ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নামে স্লোগান লেখা কোনো বস্তায় ছিল কিনা তা আমার জানা নেই। তবে আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।