ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটার নিবন্ধনে দেশের মধ্যে কুমিল্লা জেলা শীর্ষে রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত কুমিল্লার ৫৪ হাজার ৫৪৫ জন প্রবাসী ভোটার তালিকাভুক্ত হয়েছেন। ৬৪ জেলার মধ্যে কুমিল্লা প্রথম এবং ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি-নির্ভর ডাক ভোট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন অফিস জানায়, নিবন্ধিতদের মধ্যে ৫২ হাজার ৮৩৫ জন পুরুষ ও ১ হাজার ৭১০ জন নারী। ইতিমধ্যে ৮ হাজার ৭৫৫ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে। কুমিল্লার মোট ভোটার সংখ্যা প্রায় ৪৯ লাখ ৯২ হাজার। ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৭ লাখ ৬৪ হাজার কর্মী বিদেশে গেছেন, যা দেশের মোট প্রবাসী কর্মীর প্রায় ৯%। তারা প্রতি মাসে প্রায় ১০০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান।
জেলা প্রশাসক আশা প্রকাশ করেছেন, নিবন্ধন সংখ্যা ৬০ থেকে ৭০ হাজারে পৌঁছাতে পারে। ডাকযোগে পাঠানো ব্যালট ভোট নির্বাচনের দিন বিকেল সাড়ে চারটায় গণনা করা হবে।