Web Analytics

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠেছে বৃহস্পতিবার ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে। আজ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে ভারত ইতিমধ্যে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে। জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে শুরু হয়েছে এই বয়সভিত্তিক বৈশ্বিক আসর।

টুর্নামেন্টের ইতিহাসে ভারত সবচেয়ে সফল দল, আগের ১৫ আসরে পাঁচবার শিরোপা জিতেছে তারা, সর্বশেষ ২০২২ সালে। বাংলাদেশ একবারই শিরোপা জিতেছে, ২০২০ সালে ভারতের বিপক্ষে ফাইনালে জয় পেয়ে। এবার বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলছে ভারত, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের সঙ্গে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দলটি ২০ জানুয়ারি নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে।

বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের মাঠে। বাংলাদেশ থেকে ম্যাচগুলো দেখা যাবে র‌্যাবিটহোল লাইভ স্ট্রিমিংয়ে এবং ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসে, যা ভারত, শ্রীলঙ্কা ও নেপালেও সম্প্রচার করবে বলে আইসিসি জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!