ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশের ছাত্রসমাজ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না। শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে কাশিনগর ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনি ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, জুলাই ও আগস্ট মাসে তাদের অনেক সদস্য নিহত ও গুম হয়েছেন এবং গোপন স্থানে বন্দি রাখা হয়েছিল। তাদের একমাত্র অপরাধ ছিল ছাত্রদের নৈতিক ও ধর্মীয় পথে আহ্বান করা।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক আচরণ অতীতের ফেরাউন ও নমরুদের মতো, এবং একজন ‘ফ্যাসিস্ট হাসিনা’র বিদায়ের পর আরেকজন ফ্যাসিবাদী আচরণ করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি নাসিম মিয়াজী এবং উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক ছাত্রও অংশ নেয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা কাশিনগর বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে মিছিল করেন।