Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ টহল গাড়ির কাছে শক্তিশালী বিস্ফোরণে এএসআই গুল আলমসহ তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবারের এই ঘটনায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। পুলিশ ধারণা করছে, এটি জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি হামলাটিকে ‘ফিতনা-উল-খাওয়ারিজ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিও হামলার নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশের লড়াই অব্যাহত থাকবে এবং হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। এর একদিন আগে লাক্কি মারওয়াত ও বান্নু জেলায় পৃথক হামলায় আরও দুই পুলিশ সদস্য নিহত হন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!