Web Analytics

ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাবের রহস্যজনক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন এবং পলাতক সাবেক মন্ত্রীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। সরকার ইতোমধ্যে তার গ্রেপ্তারে তথ্যদাতাকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে।

তদন্তে দেখা গেছে, জুলাই বিপ্লবের পর ফয়সালের একাধিক ব্যাংক হিসাবে দেশি-বিদেশি উৎস থেকে বিপুল অঙ্কের অর্থ জমা হয়েছে। এসব অর্থ বৈধ পথে এসেছে কি না তা যাচাই করছে গোয়েন্দারা। তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বেসিস সদস্য ফয়সালের দ্রুত রাজনৈতিক উত্থান এবং নিষিদ্ধ রাজনৈতিক নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কও তদন্তের আওতায় এসেছে।

এই ঘটনাকে ঘিরে নির্বাচনি সহিংসতা ও আইনের শাসন নিয়ে জনমনে উদ্বেগ বেড়েছে। অস্ত্র মামলায় জামিনে থাকা অবস্থায় এমন হামলার অভিযোগ বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!