Web Analytics

ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী বিজয় হাজারে ট্রফিতে ৩৬ বলে সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন। বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে খেলতে নেমে তিনি ৫৯ বলে দেড়শ রান পূর্ণ করেন এবং ৮৪ বলে ১৯০ রানে আউট হন। তার ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছয়। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি, যা ১৯৮৬ সালে পাকিস্তানের জহুর এলাহির রেকর্ড ভেঙে দেয়।

সূর্যবংশীর এই সেঞ্চুরি ভারতের দ্বিতীয় দ্রুততম এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ দ্রুততম। অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ২৯ বলে সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন। এছাড়া ৫৯ বলে দেড়শ রান করে তিনি এবি ডি ভিলিয়ার্সের ২০১৫ সালের বিশ্বকাপ রেকর্ডও ভেঙেছেন। তার এই ইনিংস ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনকেও ছাপিয়ে যায়। ক্রিকেট বিশ্লেষকেরা সূর্যবংশীকে ভারতের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!