Web Analytics

সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুমকি দেন। সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সেইসব ব্যক্তিদের সঙ্গে কাজ করছে যারা সদ্য শপথ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রই এখন কার্যত দায়িত্বে রয়েছে।

এর আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক” সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালিয়ে বামপন্থি নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর রোববার তিনি এ আহ্বান জানান। রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সম্মানজনক সম্পর্ক স্থাপন তাদের অগ্রাধিকার।

এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনাকে আরও স্পষ্ট করেছে, যেখানে উভয় পক্ষ ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভিন্ন অবস্থান প্রকাশ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!