স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সাথে আরো কিছু নতুন দোসর তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমিনুল হক। তিনি বলেন, ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্রকাঠামো সংষ্কার ও স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের পরে নির্বাচনের কথা বলছেন। স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই। আপনারা সংস্কার চাচ্ছেন গত ৫ আগস্টের পরে। আর বিএনপি সংস্কার চেয়েছে ১৩ জুলাই ২০২৩ সালে। তিনি বলেন,মানুষ ভোট দিতে চায়। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারই পরিপূর্ণভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো সংস্কার করবে এবং স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনবে।