Web Analytics

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সতর্ক করে বলেছেন, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তর না করা হলে আন্দোলন থামবে না। বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, হাদির হত্যার বিচার না হলে স্বাধীনতাকামী জনগণের লড়াই আরও তীব্র হবে।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা হাদিকে হত্যা করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে বলেন, রক্ত দিয়ে অর্জিত আন্দোলন থেকে জনগণ পিছিয়ে যাবে না। রাতভর শাহবাগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে হত্যাকারীদের বিচারের দাবি জানান।

তিনি আরও বলেন, হাদি নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে সামাজিক ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তাই তার আদর্শিক লড়াইকে গঠনমূলক পথে এগিয়ে নিতে হবে। সরকারের পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর নির্ভর করবে আন্দোলনের পরবর্তী ধাপ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!