এই ঈদে কোরবানির পশুর চামড়ার সরকারি মূল্য বাড়লেও বাজারদর ছিল তার চেয়ে কম, ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন গরিব ও অসহায়রা। কম চাহিদা, পরিবহন খরচ ও ট্যানারি মালিকদের অনাগ্রহের কারণে ব্যবসায়ীরাও লোকসানে পড়েন। ছাগলের চামড়ার চাহিদা ছিল প্রায় শূন্যের কোঠায়। যদিও বিগত বছরের তুলনায় সামান্য উন্নতি হয়েছে, ঢাকার বাইরের চামড়া বাজারে অসন্তোষ বিরাজ করেছে।