রাশিয়া মস্কো ও পিয়ংয়ংয়ের মধ্যে নিয়মিত বাণিজ্যিক উড়োজাহাজ চালু করেছে। নর্ডউইন্ডের প্রথম ফ্লাইট শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে সিউলের উদ্দেশে ৪০০ জনের বেশি যাত্রী নিয়ে ছেড়েছে। মাসে একবার চাহিদা অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে। ২০২৩ সালে মহামারির পর ভ্লাদিভোস্টক ও পিয়ংইয়ংয়ের মধ্যে উড়োজাহাজ চলাচল শুরু হয়। উত্তর কোরিয়া ধীরে ধীরে সীমান্ত খুলছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাক্ষাৎ হয় ও পর্যটন বৃদ্ধি সম্পর্কে আলোচনা হয়। সামরিক ও অর্থনৈতিক সহযোগিতাও বৃদ্ধি পাচ্ছে।