Web Analytics

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলে আরও পাঁচ দিনের সময় পেয়েছে সিআইডি। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এর আগে ১৫ জানুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য ২০ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন সময় নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগ শেষে ফেরার পথে মোটরসাইকেল আরোহী আততায়ী হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন।

ডিবি পুলিশ ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়, তবে বাদী অভিযোগপত্রে অসন্তোষ জানালে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। আসামিদের মধ্যে ফয়সাল করিমসহ পাঁচজন এখনও পলাতক রয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!