উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি জানি, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মুরাদনগর নিজ এলাকায় প্রকল্প পরিদর্শনকালে তিনি বলেন, মানুষের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষার কথা শুনতে এলাকায় এসেছি। অনেক ব্যস্ততার কারণে নিজ এলাকায় আসার সুযোগ হয়ে উঠে না, তাই ঈদে ছুটির ফাঁকে মানুষের প্রত্যাশার কথা শুনতে এলাকায় ঘুরছি। আরো বলেন, শুধু কুমিল্লা নয়, উত্তরবঙ্গ, বগুড়া, ফেনী বঞ্চিত ছিল। এখন আমরা সেগুলোকে গুরুত্ব দিচ্ছি। এরই অংশ হিসেবে মুরাদনগরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করা হচ্ছে।