পুলিশের লুট হওয়া অস্ত্রসহ অবৈধ সকল অস্ত্র উদ্ধারে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং দ্রুত দেখা যাবে দৃশ্যমান সাফল্য; জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার গভীর রাতে মিন্টুরোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে দেখা করে তিনি এই কথা বলেন। সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য এজহার আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার দাবিতে আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে সেখানে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। আসিফ মাহমুদ আরো বলেন, গত ষোলো বছরে রাজনৈতিকভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল যাদের তাদের অনেকেই অস্ত্র জমা দেননি। তবে অধিকাংশই জব্দ করেছে পুলিশ। কিন্তু লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীকে সরকার আবার নির্দেশনা দিবে এই তথ্যও জানিয়েছেন উপদেষ্টা। অপরদিকে হান্নান মাসউদের দাবি আজ রাতের মধ্যে উদ্ধার করতে হবে সব অস্ত্র!