মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদানকারী মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৬) আটক করে পুলিশে দিয়েছেন জনতা। যুবদল নেতা শাব্বির হোসেন বাদশাহ বলেন, আত্মগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক ও হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা বাড়ি ঘেরাও করে রাখেন। খবর পেয়ে রামু থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, তিনি রামু থানার জিম্মায় রয়েছেন। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।