গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেছেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই ধর্মবাদী ফ্যাসিবাদ মেনে নেবে না। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, উসমান হাদিকে হত্যা করে ভয় সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং সরকার এই বিষয়ে নীরব রয়েছে।
সাকী বলেন, যদি সরকার হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করতে না পারে, তবে তাদের জবাবদিহি করতে হবে। তিনি গণমাধ্যমে হামলার নিন্দা জানিয়ে বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে শিশুকে হত্যা করার ঘটনাকেও তিনি রাজনৈতিক সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী নতুন ফ্যাসিস্ট শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় এবং ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব বাংলাদেশেও ছড়ানোর আশঙ্কা রয়েছে। সাকী গণতন্ত্র, বিচার সংস্কার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।