চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামের বড়ুয়া পাড়ায় গভীর নলকূপের গর্তে পড়ে আটকে যাওয়া চার বছর বয়সী মুহাম্মদ মেজবাহকে চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং রাত ৮টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারকালে শিশুটি জীবিত না মৃত—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, গৃহহীনদের জন্য নির্মিত সরকারি বসতঘরের পাশে সুপেয় পানির জন্য সরকারি খরচে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল। টিলাভূমি হওয়ায় পানির উৎসের জন্য গভীর গর্ত খনন করা হয়, তবে গর্তটি দীর্ঘদিন ধরে অনিরাপদ অবস্থায় ছিল। খেলতে খেলতে মেজবাহ সেখানে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও গর্তের গভীরতার কারণে স্থানীয়ভাবে উদ্ধার সম্ভব হয়নি।
রাউজান ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরিবার সূত্রে জানা গেছে, দুই সন্তানের মধ্যে মেজবাহ সবার ছোট।