Web Analytics

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা ব্যানারে একদল উগ্র হিন্দু বিক্ষোভ করে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল নিরাপত্তা বেষ্টনী ভেঙে চানক্যপুরীর কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে আসে এবং বাংলাদেশবিরোধী স্লোগান দেয়। নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকমিশনার ও তার পরিবার নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র ঘটনাটিকে নজিরবিহীন বলে বর্ণনা করেছে এবং প্রশ্ন তুলেছে, কীভাবে এত সুরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া বিক্ষোভ সম্ভব হলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে দিল্লি ও আগরতলায় ভিসা সার্ভিস বন্ধের বিষয়টি বিবেচনা করছে।

শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে, এই ঘটনা তা আরও বাড়িয়ে দিল। সীমান্তে উত্তেজনা ও পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের মধ্যে এই হামলা দুই দেশের সম্পর্ককে নতুন সংকটে ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!