Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে পার্শ্ববর্তী একটি দেশ গত ৫৪ বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং প্রতিটি নির্বাচনে হস্তক্ষেপ করছে। শনিবার সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামে ১১দলীয় জোটের নির্বাচনি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, বর্তমান নির্বাচনেও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা চলছে।

তিনি বলেন, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা এবং শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের অংশ। তাঁর মতে, এটি ১৭ বছরের সংগ্রামের ফল, যা সাধারণ ঘটনা নয়। তিনি সতর্ক করে বলেন, কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না এবং বাংলাদেশের সরকার গঠন করবে দেশের জনগণই।

নাহিদ ইসলাম জনগণকে ১১দলীয় জোটের প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন, তাদের বিজয় হলে শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করা হবে, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!