Web Analytics

২০২৫ সালজুড়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সামরিক অভিযান ছড়িয়ে পড়ে, যা বছরটিকে সংঘাতের বছর হিসেবে চিহ্নিত করেছে। এপ্রিল মাসে ভারত অধিকৃত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে বিমান ও মিসাইল হামলা চালায়। পাকিস্তান পাল্টা ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করে। চারদিনের যুদ্ধ শেষে ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ১৩ জুন ইসরাইল ‘অপারেশন রাইজিং সান’ নামে ইরানে আকস্মিক হামলা চালিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে। ইরান পাল্টা ‘ওয়াদায়ে সাদেক-৩’ অভিযান শুরু করে এবং ২৪ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়।

পূর্ব ইউরোপে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করলেও সমাধান আসেনি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে জুলাই ও ডিসেম্বরে সীমান্ত সংঘর্ষ ঘটে। আফ্রিকার সুদানে গৃহযুদ্ধ চলমান থাকে, ইসরাইল লেবানন ও সিরিয়ায় হামলা চালায়, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তেও সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ঘিরে সামরিক প্রস্তুতি নিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন বছর ২০২৬ সালে আরও নতুন সংঘাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!